‘বিএনপি আসুক আর না আসুক, আগামী নির্বাচন যথাসময়ে হবে’
৫ জুলাই বৃহস্পতিবার সকালে দিনাজপুর পার্বতীপুর উপজেলার নুরুল হুদা হাই স্কুলের নতুন একাডেমি ভবনের উদ্বোধন করেন অর্থমন্ত্রি আবুল মাল আবদুল মুহিত এমপি। দিনাজপুরের পার্বতীপুরে স্কুলের নতুন ভবন উদ্বোধনকালে একথা বলেন অর্থমন্ত্রি।
অর্থ মন্ত্রনালয়ের উন্নয়ন তহবিল হতে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নুরুল হুদা হাই স্কুলের নতুন একাডেমিক ভবনটি নির্মান করা হয়।
নুরুল হুদা হাই স্কুলের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি, দিনাজপুর জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার হামিদুল আলমসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে অর্থমন্ত্রি বিএনপিকে ষড়যন্ত্র না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহন করার আহ্বান জানান। নির্বাচনে বিএনপি অংশ নিবে বলেও তিনি আশাবাদী।
তিনি আরো বলেন, শিক্ষা প্রসারে চলতি বাজেটে শিক্ষাখাতে তৃতীয় সর্বোচ্চ বরাদ্ব ৬৫ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।
ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি