ফরিদপুরে যুবদলের কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ফরিদপুর জেলা যুবদলের কমিটি ঘোষণা করায় অভিনন্দন জানিয়েছে নবগঠিত কমিটির নেতাকর্মীরা।বুধবার দুপুরে শহরের ঝিলটুলী থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, সহ-সভাপতি হামিদুল হক ঝন্টু, সিনিয়র যুগ্ম-সাধারণ সস্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, অথর্ সম্পাদক ফাত্তাউল ইসলাম ফাত্তাহ, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দিলা, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খাঁন পলাশ প্রমুখ।

নবগঠিত জেলা যুবদলের ৫ সদস্যের এই কমিটিতে সভাপতি রাজিব হোসেন, সিনিয়র সহ-সভাপতি কে, এম জাফর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ নির্বাচিত হয়েছেন।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি