বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের চূড়ান্ত আটটি দল

চূড়ান্ত হয়ে গেলো রাশিয়া বিশ্বকাপে কোন আটটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। সোমবার রাতে কলম্বিয়া ও ইংল্যান্ড ম্যাচের মধ্যে দিয়ে রাশিয়া বিশ্বকাপে নক আউট পর্বের খেলা শেষ হয়েছে। বিশ্বকাপের কেয়াটার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের ছয়টি ও দক্ষিণ আমেরিকা দুটি দল।দলগুলো হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সুইডেন, স্বাগতিক রাশিয়া ও ফ্রান্স।

আগামী ৬ ও ৭ জুলাই দলগুলো সেমি ফাইনালে ওঠার জন্য মাঠে নামবে। ১০ ও ১১ জুলাই সেমির লড়াই হবে। ১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী আর ১৫ জুলাই হবে স্বপ্নের ফাইনাল।

কোয়ার্টার ফাইনালে কোন দল কার প্রতিপক্ষ

প্রথম ম্যাচ

উরুগুয়ে বনাম ফ্রান্স

৬ জুলাই শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টা

নিঝনি নোভগোরোদ স্টেডিয়াম

দ্বিতীয় ম্যাচ

ব্রাজিল বনাম বেলজিয়াম

৬ জুলাই শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টা

কাজান এরিনা স্টেডিয়াম

তৃতীয় ম্যাচ

সুইডেন বনাম ইংল্যান্ড

৭ জুলাই শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা

সামারা এরিনা

চতুর্থ ম্যাচরাশিয়া বনাম ক্রোয়েশিয়া

৭ জুলাই শনিবার বাংলাদেশ সময় রাত ১২টা

ফিশত স্টেডিয়াম