ফুলবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষকদের প্রযুক্তিগত ভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সোমবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ ল্যাপটপ বিতরণ করা হয়।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ৫৪ টি ল্যাপটপ উপজেলার ৫৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা মোট ৬৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় বাকি রয়েছে। এগুলোতেও পর্যায়ক্রমে দেয়া হবে।

 উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্টানের প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার অধিকারী, সহকারী শিক্ষা অফিসার হৃদয় কৃষ্ণ, রাশেদুল ইসলাম মন্ডল, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ।

মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি