কিশোরগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় যুবক খুন, গণপিটুনির মুখে ঘাতক
কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকায় মাদক সেবনে বাধা দেয়ায় স্বপন মিয়া (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ঘাতক শাহ আলমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোমবার দুপুর তিনটার দিকে ঘটনা ঘটে। নিহত স্বপন বত্রিশ বাসস্ট্যান্ড এলাকার চান্দু মিয়ার ছেলে, সে মিয়া রঙমিস্ত্রীর বলে জানা গেছে।
ঘাতক শাহ আলম শহরতলীর বগাদিয়া এলাকার জালাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংমিস্ত্রী স্বপন দুপুর তিনটার দিকে বত্রিশ বাসস্ট্যান্ডের একটু অদূরে তার বাসার সামনে কয়েকজনের সাথে কথা বলছিলেন। এ সময় শাহ আলম ছুরি স্বপনকে ধাওয়া করে। দৌড়ে কিছুদূর যেতেই স্বপনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ঘাতক শাহ আলম। এলাকাবাসী স্বপনকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বপন মারা গেছে কি না- সে বিষয় জানতে কয়েকজনকে সাথে নিয়ে শাহ আলম আবার হাসপাতালে গিয়ে হামলা চালানোর চেষ্টা করে। হামলা চালানোর সময় নিহত স্বপনের স্বজনেরা শাহ আলমকে বেদম পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে শাহ আলমকে আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম বলেন, মাদক সেবনের কারণেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেতে পারে। ঘাতক শাহ আলমকে আহত অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এস কে রাসেল, কিশোরগঞ্জ প্রতিনিধি