শ্যামনগরে সততা সংঘের সদস্যদের দুনীতি বিরোধী শিক্ষা উপকরণ বিতরণ
সোমবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সততা সংঘের সদস্যদের মধ্যে দুদকের উদ্যোগে দুনীতি বিরোধী শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ, এফ, এম, আমিনুল ইসলাম কমিশনার (তদন্ত), দুনীতি দমন কমিশন, ঢাকা। বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাঃ আবুল হোসেন উপ পরিচালক, দুনীতি দমন কমিশন, খুলনা, মোঃ কামরুজজামান শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার, এস এম মহসীন উল মুলক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান, শ্যামনগর, আবুল কালাম রফিকুজ্জামান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সৈয়দ মান্নান আলী, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী।
প্রধান অতিথি বক্তব্যে বলেন শিক্ষার্থীদের সব সময় দুনীতি বিরোধী শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের সততা সংঘের মাধ্যমে দুনীতির বিরুদ্ধে সকলকে সচেতন করার আহব্বান জানান।
প্রধান অতিথি দুদক কমিশনার এ,এফ,এম আমিনুল ইসলাম পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সকল সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি