বন্ধুকে হত্যার পর পলাতক, বীরগঞ্জে আটক হয় ২ আসামী

নীলফামারীর সৈয়দপুরে বন্ধুকে হত্যা করে পালানোর সময় দিনাজপুরের বীরগঞ্জে ২ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার উত্তর সোনাকুলি গ্রামের আব্দুল হামিদের ছেলে আনারুল ইসলাম (১৯) ও তার মামা শ্বশুর একই এলাকার মৃত: জয়বারের ছেলে রবিউল ইসলাম (২৫)।

বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভীন জানান, ইজিবাইক ভাড়ার কথা বলে ওই দুইজন একই এলাকার বাবুল ইসলামের ছেলে সুমনকে (১৯) ডেকে আনে। পরে তাকে কোমল পানীয়র বোতলে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সুমনকে খাইয়ে দেয়। পরে সে অচেতন হয়ে পড়লে তাকে হত্যা করে সৈয়দপুরের চাওরা নামক একটি নদীতে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে ঠাকুরগাঁওয়ের দিকে পালিয়ে যাচ্ছিল।

ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দেলুয়া নামক স্থান অতিক্রম করার সময় গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদের কথায় অসংলগ্নতা থাকায় তাদেরকে আটক করে থানায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আজ রোববার সন্ধ্যায় তারা হত্যার বিষয়টি স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্যমতে হত্যার বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়। সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা লাশ খুজছে বলে জানান তিনি।

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি