আবারো কোটা আন্দোলন, হাবিপ্রবি’র শিক্ষার্থীদের পরীক্ষা ও ক্লাস বর্জন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে সারাদেশের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন সহ বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

গতকাল সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে মানববন্ধন করে। এর আগে বিশ্ববিদ্যালয়ের সাধারন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা বিক্ষোভ ও পথসভা করে। আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা। কেন্দ্র থেকে পরবর্তী কর্মসূচীর ঘোষনা না দেয়া পর্যন্ত আন্দোলন আগামীকালও চলবে।

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি