দিনাজপুরে পলিত হলো সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবস

দিনাজপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো ১৬৩তম সাঁওতাল আদিবাসী কৃষক বিদ্রোহ দিবস। দিবসটি উপলক্ষে সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় শেষ হয়।

এর আগে তারা শহরের বালুবাড়ীস্থ সাঁওতাল আদিবাসী স্মৃতি স্তম্ভে ফুলদিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় সাঁওতাল আদিবাসীদের নেতাকর্মীসহ সাধারণ আদিবাসীরা উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক ফেডারেনের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, সিপিবি (এমএল) পলিট ব্যুরো সদস্য মুখলেছউদ্দিন শাহীন, ভূমিহীন সমিতির সম্পাদক সুবল সরকার, কিষানী সভার সম্পাদক সাবিনা ইয়াসমিন, আদিবাসী সমিতির সম্পাদক অমলী কিসকু প্রমূখ।

 

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি