মেসির ঘরের জানালা খুললেই ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিকৃতি!

হোটেলের জানালাটা বোধ হয় বন্ধই রাখতে হবে লিওনেল মেসিকে। খুলবেন কি করে? জানালা খুললেই যে চোখের সামনে ভেসে উঠবে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিকৃতি! বিশ্বকাপে খেলতে এসেছেন, কোথায় ফুরফুরে মেজাজে থাকবেন। চোখের সামনে চিরপ্রতিদ্বন্দ্বির অত বড় ছবি দেখতে কার ভালো লাগবে!

প্রি কোয়াটার ফাইনালের জন্য এখন এক মনে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা দল। তবে এর মধ্যে কিছুটা অস্বস্থি বোধ করতে পারেন লিওনেল মেসি। কারণ তার হোটেলের জানলা খুলে পর্দা সরালেই  যে দেখছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশাল ম্যুরাল!

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা আটটায় ফ্রান্সের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে নামবে আর্জেন্টিনা। যা হবে কাজানে। মেসিরা তাই রয়েছেন কাজানের রামাদা হোটেলে। আর সেই হোটেলেরই বাইরে রয়েছে নানা রঙে আঁকা রোনালদোর ম্যুরাল। যা আঁকা হয়েছিল গত বছর কনফেডারেশন কাপের সময়। একটা বাড়ির দোতলা জুড়ে আঁকা সেই ম্যুরালে দেখা যাচ্ছে পর্তুগালের মেরুন রঙের জার্সি পরিহিত রোনাল্ডোর মুখে দুষ্টুমির ভঙ্গি। বাঁ চোখ টিপে রয়েছেন তিনি। ফ্ল্যাট বাড়ির অন্যদিকে ‘সিআর সেভেন’ লেখাও রয়েছে। স্থানীয় মিডিয়ার দাবি, হোটেলের অধিকাংশ ঘর থেকেই দেখা যাবে পর্তুগিজ অধিনায়ককে। জানলা দিয়ে উঁকি মারারও দরকার নেই। শুধু পর্দা সরিয়ে জানলা খুললেই হবে। মনে হবে বাইরে থেকে রোনালদোর নজর রাখছেন নীল-সাদা শিবিরে। হর্হে সাম্পাওলির দলের পক্ষে যা কোনও ভাবেই স্বস্তির নয়!

জানা গিয়েছে, কাজান শহরের অন্যত্র সুপারনোভা নামে শিল্পীদের এক দল মেসিরও একটা বড়সড় ম্যুরাল আঁকতে চাইছেন শহরের অন্যত্র। তবে তা তাত্ক্ষণিক ভাবে হওয়ার উপায় নেই। ফলে, জানলা খুললেই রোনালদোর নজরদারিকে মেনে নিয়েই চলছে ফ্রান্স ম্যাচের প্রস্তুতি।

মজার হল, আর্জেন্টিনা বনাম পর্তুগাল মুখোমুখি হতেই পারে কোয়ার্টার ফাইনালে। শনিবারই বাংলাদেশ সময় রাত ১২ টায় সোচিতে উরুগুয়ের বিরুদ্ধে নামছে পর্তুগাল। মেসি ও রোনালদো, দু’জনেই যদি হাসি মুখে মাঠ ছাড়েন, তবে আগামী শুক্রবার, ৬ জুলাই প্রতিদ্বন্দ্বী অধিনায়ক হিসেবে করমর্দন করছেন নিঝনি নভগরদ স্টেডিয়ামে। সূচি অনুসারে তাই হওয়ার কথা। অবশ্য তার জন্য দুই দলকেই জিততে হবে শনিবার।

এ বারের বিশ্বকাপে ফর্মের বিচারে রোনালদো অবশ্য এগিয়ে। প্রথম ম্যাচেই স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক দিয়ে শুরু করে তিন ম্যাচে চার গোল। ইরানের বিরুদ্ধেই শুধু ছন্দে ছিলেন না তিনি, নষ্ট করেন পেনাল্টিও। একাই টানছেন দলকে। মেসি আবার শুরুই করেছিলেন আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করে। তবে গ্রুপের শেষ ম্যাচে স্বমহিমায় হাজির তিনি। গোলও করেছেন। ক্রোয়েশিয়ার কাছে তিন গোলে হারের পর খাদের কিনারায় থাকা আর্জেন্টনাকে প্রবল চাপের মুখে তুলেছেন পরের রাউন্ডে।

মেসি-রোনালদো যদি শেষ আটের ম্যাচে মুখোমুখি হন, তবে অবধারিত ভাবেই ‘গোট’ বা‘গ্রেটেস্ট অফ অল টাইম’ নিয়ে চর্চা চলবে। বিশ্বকাপের আগে ছাগলের সঙ্গে মেসির ছবি জল্পনা বাড়িয়েছিল এই ব্যাপারে। বিশ্বকাপে রোনালদো আবার ছাগল-দাড়ি রাখতে শুরু করেছেন। স্পেনের বিরুদ্ধে প্রথম গোলের পর সে দিকে ইঙ্গিতও করেছিলেন।

সিআর ৭ বনাম এলএম ১০ হলে ফুটবল রোমান্টিকের স্বপ্নের ম্যাচ হয়ে উঠবে। তবে তার আগে থেকেই কিন্তু মেসিদের শিবিরে নজর রাখছেন রোনালদো। হলই বা ম্যুরাল, তা পর্তুগিজ অধিনায়কেরই তো!