দিনাজপুরে বিট পুলিশিং-এর শুভ উদ্বোধন
দিনাজপুরের নিরাপত্তা জোরদারে আরো একধাপ এগিয়ে গেল বিট পুলিশিং-এর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে।আজ বিকালে দিনাজপুর সদরের মুন্সিপাড়া পুলিশ ফাঁড়ীর আওতাধীন বিট পুলিশিং ৮ নম্বরের শুভ উদ্বোধন করা হয়। সদর উপজেলায় মোট ২১ টি বিট পুলিশিং-এর মধ্যে শুধু পৌর এলাকায় ১১টি বিট পর্যায়ক্রমে স্থাপন করা হবে।
বিট পুলিশিং-এর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ্জামান আশরাফ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল রহিম, পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদসহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বিট দায়িত্বপ্রাপ্ত অফিসারগন তাদের বিট এলাকার মধ্যে আইন শৃংখলা রক্ষা, ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, চুরি, ছিনতাইসহ যে কোন ধরনের অপরাধ নিবারণকল্পে অগ্রীম সংবাদ ও অপরাধ নিবারনের জন্য প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গহণ করবেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, বিট পুলিশিং-এর কার্যক্রমের মূল লক্ষ্য একটি শহরকে বিভিন্ন অংশে ভাগকরে পুলিশিং সেবা প্রদান। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহজে মানুষের দোড় গোড়ায় গিয়ে দ্রুত সেবা প্রদান করতে পারবে। বিট পুলিশিং-এর মধ্যদিয়ে এলাকায় বিভিন্ন অপরাধ নিরাময় করা সহজ হবে বলেও তিনি মনে করেন।
ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি