পবিত্র ঈদ বয়ে আনুক শান্তি সম্প্রতি ও আনন্দের বার্তাঃ ফয়েজ

পৃথিবী যখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সবার সক্রিয় অংশগ্রহন একান্ত প্রয়োজন। ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ে তোলার প্রত্যয়ে সকল মোমিন মুসলমানেরা সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর সমাগত।

সকল হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে পবিত্র ঈদ।

শান্তিপূর্ণ ও সৌহার্দময় সমাজ গঠনে ঈদুল ফিতরের শিক্ষা ও সংযম প্রতিটি মুসলমান নর-নারী সৌহার্দ্যর বন্ধনে আবদ্ধ হয়ে একত্রে আনন্দ উপভোগ করুক, সুন্দর ও সমৃদ্ধশালী সমাজ গঠনে উদ্বুদ্ধ করুক এটাই প্রত্যাশা দক্ষিণখানের এক সময়কার জনপ্রিয় ছাত্র নেতা, গরিব দু:খি মানুষের বন্ধু, ছাত্র জনতার অন্যতম অভিবাবক তরুন আওয়ামীলীগ নেতা, দক্ষিণখান থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জনাব ফয়েজ আহমেদ এর।তিনি সকল কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ” ঈদ মোবারক ” জানিয়েছন।

তানজীন মাহমুদ (তনু), নিজস্ব প্রতিনিধি