দিনাজপুর ঘোড়াঘাটে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়ে র‌্যাবের বিশেষ মাদক বিরোধি অভিযানে ৪শ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে র‌্যাব-১৩।

১২ জুন মঙ্গলবার ভোড়ে ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-বগুড়া মহাসড়কের গাইবান্ধা মোড়ে উত্তর পাশে র‌্যাবের বিশেষ অভিযানে ৪শ বোতল ফেন্সিডিল সহ রকিবুল ইসলাম ওরফে রকি (২৮) কে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রকিবুলকে আটরের পর তার কাছ থেকে ৪শ বোতল ফেন্সিডিলসহ ১টি মোবাইল, ২টি সীমকার্ড ও মাদক বিক্রির নগদ ১হাজার ৫শ ৫৪ টাকা জব্দ করা হয়।

মাদক ব্যবসায়ী রকিবুল ইসলাম দিনাজপুর সদরের মিশন রোডের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। আটকের পর তাকে সংস্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়।

 

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি