পঞ্চগড়ে সাত মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

শিক্ষা কার্যক্রম বন্ধের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে ২০২ টি মাদ্রাসার তালিকা তৈরি করা হয়েছিল তাতে পঞ্চগড়ের সাতটি মাদ্রাসার নাম রয়েছে। শিক্ষা কার্যক্রমে আগ্রগতি না থাকায় ও শিক্ষার্থী সংকটের কারণে এসব মাদ্রাসাকে শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পঞ্চগড়ে নির্দেশপ্রাপ্ত মাদ্রাসাগুলো হলো আটোয়ারী উপজেলার ছিপরাজহাট দাখিল মাদরাসা, বোদা উপজেলার শিখারপুকুর কাজীপাড়া দাখিল মাদরাসা, সদর উপজেলার মাগুরা হাজী কসির উদ্দীন দাখিল মাদরাসা, মাগুরা উত্তর প্রধানপাড়া বনসবাড়ী দাখিল মাদরাসা, আমিরবাত নাতে রাসুল দাখিল মাদ্রাসা, দেবীগঞ্জ উপজেলার সোনাহার মোস্তফাপুর বালুবাড়ী দাখিল মাদ্রাসা ও তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ মহিলা দাখিল মাদরাসা।

৩০ মে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের পার্শ্ববর্তী সরকারি অনুমোদন প্রাপ্ত মাদ্রাসা থেকে রেজিস্ট্রেশন করার পরামর্শ দেয়া হয়েছে।

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি