রাজধানীতে রোহিঙ্গা বালকের পাকস্থলী থেকে ইয়াবা উদ্ধার

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালিন সময়ে ৩৩৫০ পিস ইয়াবাসহ ছয় জন মাদক ব্যবসায়ী ও পরিবহনকারীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা উত্তর বিভাগ।

গ্রেফতারকৃতদের মধ্যে দুই জন রোহিঙ্গা। যারা পাকস্থলীতে ইয়াবা বহন করে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসে। গ্রেফতারকৃতরা হল- রোহিঙ্গা মো. সেলিম মোল্যা, রোহিঙ্গা মো. আফছার ওরফে বাবুল, মো. মামুন শেখ, মো. শরিফুল, মো. ফাহিম সরকার ও মো. রাজিব হোসেন। গত রোববার (২৭ মে) আনুমানিক রাত ৮.০০ ঘটিকার সময় দক্ষিণখান থানাধীন পূর্ব গাওয়াইর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

সোমবার-২৮মে সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) দেবদাস ভট্টাচার্য্য ঘটনা সম্পর্কে জানান, মাদক ব্যবসায়ীরা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। সম্প্রতিকালে কৌশল হিসেবে তারা ইয়াবা ট্যাবলেট স্কচটেপ দিয়ে পেঁচিয়ে ক্যাপসুল বানিয়ে পানি দিয়ে গিলে খেয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করছে। তিনি বলেন, কক্সবাজারে অবস্থানরত রেজওয়ান দীর্ঘদিন যাবৎ উখিয়া থানাধীন লেদা রোহিঙ্গা ক্যাম্পসহ অন্যান্য ক্যাম্পে অবস্থানরত অসহায় ও দরিদ্র রোহিঙ্গাদের টার্গেট করে তাদেরকে অধিক অর্থের প্রলোভন দেখিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাকস্থলীর মাধ্যমে ইয়াবা বহন করতে বাধ্য করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মো. মামুন শেখ জানায় যে, সে এবং তার সহযোগী রেজোয়ান দীর্ঘদিন ধরে কৌশলে ইয়াবা ব্যবসা করে আসছে। রেজোয়ান কক্সবাজারে বাসা ভাড়া নিয়ে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় পাঠায় এবং মামুন শেখ ঢাকায় উক্ত ইয়াবা ট্যাবলেট গ্রহণ করে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং পলাতক আসামী রেজওয়ানসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।

 

তানজীন মাহমুদ (তনু), নিজস্ব প্রতিনিধি