রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীর দক্ষিণখানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সুমন মিয়া ওরফে খুকু সুমন (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।এ সময় ঘটনাস্থল থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি ওয়ান শুটার, দুই রাউন্ড গুলি ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।

দক্ষিণখান থানাধীন আশিয়ান সিটি বালুর মাঠ থেকে সোমবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দক্ষিণখান থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান এই প্রতিবেদক কে জানান, রাজধানীর দক্ষিণখানের আশিয়ান সিটি বালুর মাঠে মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ দল অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালান আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসি মিজানুর রহমান জানান-এ সময় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল আমিন ও কনস্টেবল সাখাওয়াতকেও আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

তানজীন মাহমুদ (তনু), নিজস্ব প্রতিনিধি