শ্যামনগরে হিন্দু বেীদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভা
শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউপির নাগবাটি কালীমন্দির চত্তরে বাংলাদেশ হিন্দু বেীদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ভূরুলিয়া ইউনিয়ন শাখার এক সভা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়।
শিব পদ বৈদ্যের সভাপতিত্বে সভায় অতিথির বক্তব্য রাখেন হিন্দু বেীদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা উপজেলা নেতা কিরণ শংকর চ্যাটার্জী, ব্যাংকার বিষ্ণু পদ মন্ডল, শিক্ষক রনজিৎ দেবনাথ, প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, প্রকেীশলী জ্যোতি প্রকাশ চ্যাটার্জী দেবাশিষ মালো, অশোক মিস্ত্রী, ভবসিন্ধু মন্ডল, রবীন্দ্র নাথ মন্ডল প্রমুখ।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]
রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি