শ্যামনগরে মোবাইল কোর্টে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
শনিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদর নকিপুর বাজার ও নুরনগর বাজারে মোবাইল কোট পরিচালনা করা হয়। মোবাইল কোট পরিচালনাকালে দন্ডবিধি ১৮৬০, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন ২০১০ বিভিন্ন ধারায় ৪ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জব্দকৃত মেয়াদবিহীন পণ্য প্লাষ্টিক বস্তা ধবংস করা হয় এবং জব্দকৃত চিংড়ী মাছ স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় এতিমখানায় বিতরণ করা হয়।
মোবাইল কোট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সুজন সরকার। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর, স্যানিটারী ইন্সেপেক্টর বিকাশ রায়, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি