মানুষ ও মানবতার কল্যান যার আদর্শে প্রবাহমান!

মানব সেবাই সর্বোত্তম। পৃথিবীর ইতিহাসে যারা চিরস্মরণীয় হয়ে আছেন – তাদের স্মরণীয় বা বরণীয় হবার অন্তরালে যে মূলমন্ত্রটি রয়েছে তা হল মানুষ – ও মানবতার সেবা করা। তেমনি মানব সেবার একজন প্রজ্জলীত গুনী ব্যক্তিত্ব সরদার বেলায়েত হোসেন মুকুল। যিনি ইতোমধ্যেই তার মমত্বময় কর্মগুনে বৃহওর উওরা তথা উওরখান ও দক্ষিনখান এর মানুষের হৃদয়ের কোমল অংশে ফুটন্ত রবির মতোই স্থান করে নিয়েছেন।

সরদার বেলায়েত হোসেন মুকুল ঢাকা মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি অত্র বৃহওর উত্তরায় নিজ দলের জন্য নিরলস পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন গৌরব আর আদর্শের পাদপীঠে। ছাত্র জীবন থেকে রাজনীতি করতেন বিধায় দেশরত্ন শেখ হাসিনা সহ বহু গুনী ব্যক্তিত্বের সান্নিধ্যে এসেছেন বহুবার। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতীর শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ বুকে লালন করে তিনি মানবসেবায় নিজেকে বিলীয়ে দিয়েছেন মানুষের কল্যানময় চেতনার উৎকর্ষে।

প্রতিটি পদক্ষেপে স্মরন করেছেন জাতীর জনক শেখ মুজিবর রহমানকে। জনাব সরদার বেলায়েত হোসেন মুকুল দক্ষিণখানের ঐতিহ্যবাহী সরদার বাড়ী নামে খ্যাত এক সম্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। ছাত্র জীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর রাজনীতি করতেন। তার রাজনৈতিক জীবনে চাওয়া-পাওয়া ছিল না। তিনি নিজের চাওয়া পাওয়াকে উর্ধ্বে রেখে কাজ করে গেছেন মাটি ও মানুষের জন্য।

উওরখান ও দক্ষিণখানে গড়ে তুলেছেন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ। মাদকযুক্ত সমাজ গঠনে নিজ প্রচেষ্ঠায় গড়ে তুলেছেন মাদক বিরোধি সংগঠন “লীড”। যুব সমাজ হোক মাদকমুক্ত – এই শ্লোগানকে সামনে রেখে নাম মাত্র মূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন – যা মরন নেশা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনার নামান্তর।

জনাব সরদার বেলায়েত হোসেন মুকুল বলেন ” আমি প্রচার চাই না। নীরবে, নিভৃতে মানব সেবা করে যেতে চাই। বিনিময়ে সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা – এটাই কাম্য “। সুদর্শন, বলিষ্ঠ, সদালপি ও মিষ্টভাসি এই নিরলস মানুষটি তেজদৃপ্ত কন্ঠে বলেন – ” আল্লাহ্ ছাড়া কারো কাছে মাথা নত করি না। অন্যায়কে প্রশ্রয় দেই না। যে সকল নেতা এখন ক্ষমতার দাপটে অপরাধ করে বেড়াচ্ছে – তাদের বংশ ও অতীত ইতিহাস জেনে দেখুন। তারা কতটুকু যোগ্য। আমি সততা মনে মানবতার সেবায় নিবেদিত প্রাণ। তাই মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বাকী সময়টুকু কাটাতে চাই “।

উল্লেখ্য, গতকাল দক্ষিনখান সরদার বাড়ী নিজ কার্যালয়ে এক ইফতার পার্টিতে তিনি একথা বলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় এমন যোগ্য নেতা ও সাদা মনের মানুষ বর্তমান সময়ে বিরল। দক্ষিনখানবাসীর ভালোবাসার অনুভূতিতে তার নিবিদ্ধ কল্যান প্রবাহমান যা প্রতিটি মানুষ শ্রদ্ধা ও ভালোবাসার সহিত স্মরণ করে। জনাব বেলায়েত হোসেন মুকুল তার সমস্তময় কর্মগুনে মানবতার পাদপীঠে সততার আলোয় প্রজ্জ্বলিত হয়ে থাকবেন- এমনটাই আশাবাদী এলাকাবাসীর।

উপস্থিত সাংবাদিক ও এলাকার নেতৃবৃন্দ সরদার বেলায়েত হোসেন মুকুলের মমত্ববোধ ও গুনী ব্যক্তিত্বের চেতনায় গৌরব আদর্শের ভূমিকায় ভূয়সী প্রসংশা করেন। তারা মনে করেন – এমন একজন সৎ, দক্ষ, সাদা মনের মানুষ ঢাকা – ১৮ আসনে নেতৃত্ব দান এখন সময়ের দাবী, মানুষের মনের নীরব চাওয়া। সকলেই ইফতার শেষে এই মহান ব্যক্তিত্বের অধিকারী – জনাব বেলায়েত হোসেন মুকুলের দীর্ঘায়ু কামনা করেন। মানবতার সেবার এই প্রবাহ ধারা অটুট থাকবে এটাই সাধারণ মানুষের চাওয়া।

 

ইসমাইল আশরাফ, নিজস্ব প্রতিনিধি