বান্দরবানে পাথর বোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার করুন মৃত্যু
বান্দরবান শহরে পাথর বোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার করুন মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টায় শহরের হিলভিউ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবান শহরের রোয়াংছড়ি বাসষ্টেশন এলাকার বাবুল দের স্ত্রী কৃষ্ণা দে (৫৫) রোববার সকালে হিলভিউ হাসপাতালে চিকিৎসাধীন তার নাতনিকে দেখার জন্য যাবার পথে দ্রুত গতিতে আসা অবৈধ পাথর বোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয় (চট্টমেট্টো-ট-১১-১৭৭৯)। ফলে কৃষ্ণা দে’র মাথামন্ডল চুর্ণবিচুর্ণ হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে মারা যায়।
সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘাতক ট্রাকটি আটক করতে সমর্থ হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি