দেবীগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে সাময়িক বহিষ্কার
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিতানুর আলম নোমানকে দলীয় ভাবমূর্তি ভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় দলীয় প্যাডে উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম এমু ও সা. সম্পাদক দিপংকর রায় মিঠু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যম কর্মীদের নিকট পৌঁছে। সেখানে নোমানের বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে সা. সম্পাদক দিপংকরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, নোমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে সাজা হওয়ায় উপজেলা ছাত্রলীগের সর্ব সম্মতিক্রমে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় দলের কোন নেতা কর্মী মাদক ব্যবসা জড়িত থাকলে ও মাদক গ্রহণ করলে কাওকে কোন ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।
প্রসঙ্গত, গত ২৩ মে নোমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাবুপাড়ায় তার নিজ বাসা থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করে।
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি