উলিপুরে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
কুড়িগ্রামের উলিপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মে) উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জাতীয় পাটির মনোনীত প্রার্থী ও সনিক প্রাইম গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তাহের খায়রুল হক এটি, রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, কুড়িগ্রাম জেলা জাপা’র সদস্য প্রকৌশলী আনিচুর রহমান রতন, উপজেলা জাপার সভাপতি আতিয়ার রহমান মুন্সি, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাহমুদার রহমান বকুল, আখতারুল করিম হারুন, সহ-সভাপতি মাওলানা আজিজার রহমান, আলহাজ্ব মহিউল ইসলাম মুকুল, সাধারন সম্পাদক নুরজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকার, প্রচার সম্পাদক হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন, পৌর সভাপতি আব্দুল কাইয়ুম সরকার, থেতরাই জাপা’র সভাপতি ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুর রফিক প্রমুখ।
এ সময় বক্তারা জাতীয় সংসদের কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের উপ নির্বাচনে জাপা প্রার্থী অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকারকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি