সিরাজদিখান শেখরনগর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় শেখরনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করে চূড়ান্ত বাজেট ঘোষণা করেন শেখরনগর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ।

মোট ১ কোটি ২২ লক্ষা ২৩ হাজার ছয়শত উনষাট টাকার বাজেটে সম্ভাব্য রাজস্ব আয় ১২ লক্ষ ৯০ হাজার আঠার টাকা, ব্যয় ১২ লক্ষ ৯০ হাজার আঠার টাকা, টাকা এবং উন্নয়ন আয় ১ কোটি ৯৩ লক্ষ তিন হাজার ছয়শত একচল্লিশ টাকা ও ব্যয় ১ কোটি ৯৩ লক্ষ তিন হাজার ছয়শত একচল্লিশ টাকা ।

উন্মুক্ত বাজেট অধিবেশনে শেখরনগর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ৬নং ওয়ার্ড মো. হেলাল খান, ইউপি সদস্য ৫নং ওয়ার্ড মো. আলমগীর মৃধা, ইউপি সদস্য ৭নং ওয়ার্ড আ. মালেক খোকন, ইউপি সদস্য ৮নং ওয়ার্ড মো. আকরাম হোসেন, ইউপি সদস্য ৩নং ওয়ার্ড রিয়াজুল হাসান চঞ্চল, ইউপি সদস্য ৯নং ওয়ার্ড নুরুল আলম, অত্র ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ।

আব্দুল্লাহ আল মাসুদ, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি