সিরাজদিখানে ইফতার ও দোয়া মাহফিল
সিরাজদিখানে আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ’র বাড়িতে ইফতার, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় উপজেলার শেখের নগর ইউনিয়নের হযরতপুর (গোপালপুর) গ্রামে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তার পিতা আল-মুসলিম গ্রুপের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শেখ মো. মুসলিম মিয়ার ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রুহের মাগফেরাত কামণা করা হয় এবং তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও শারিরিক সুস্থ্যতার জন্য দোয়া চান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র কোষাধ্যক্ষ সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল মাসুদ, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি