শ্যামনগরে মাদক বিরোধি ও শপথ

‘শেখ হাসিনার নির্দেশ মাদকমুক্ত হবে বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে নিয়ে শনিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাদক বিরোধী র‌্যালী, সমাবেশ ও শপথবাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‌্যালী শেষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মাদক বিরোধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ জনসাধারণকে মাদক বিরোধি শপথবাক্য পাঠ করান এমপি এস এম জগলুল হায়দার।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, ঈশরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. জি এম শোকর আলী শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি