শ্যামনগরে আইলা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা

শুক্রবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রগতি কার্যালয়ে জলবায়ু পরিষদ শ্যামনগরের আয়োজনে ২৫ মে আইলা দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

জলবায়ু পরিষদ সভাপতি সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি শেখ হারুনর রশিদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, অধ্যাপক দেব প্রসাদ মন্ডল, জাসদ নেতা আলতাপ হোসেন, প্রগতির সমন্বয়কারী রফিকুল ইসলাম, সাংবাদিক রনজিৎ বর্মন, আবু সাইদ প্রমুখ। সভায় বক্তারা বলেন আইলার ৯ম বর্ষ হলেও এখনও আইলার ক্ষত কাটিয়ে উঠা সম্ভব হয়নি।

বক্তারা বলেন উপজেলার নদী সংলগ্ন ইউনিয়ন গাবুরা, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, কৈখালী, রমজাননগরে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধের সংস্কার করা হয়নি। এখনও কয়েকটি ইউনিয়নে আইলার দুর্গত দু এক পরিবার বেড়ী বাঁধে রয়ে গেছে। বক্তারা আসন্ন জাতীয় বাজেটে বাঁধ সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য ইউপিতে বাজেট বরাদ্দের দাবী জানান।

উল্লেখ্য যে ২৫ মে ২০০৯ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস আইলার আঘাতে বাংলাদেশের সবচেয়ে বেশী ক্ষতি হয় উপকুলীয় এলাকা। উপকুলীয় এলাকার মধ্যে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলায় মারাত্মক ক্ষতি হয়। বিশেষ করে উপজেলার গাবুরা ইউনিয়ন তলিয়ে যায় পানির নিচে। মানুষ মারা যায় অর্ধ শত। হাজার হাজার চিংড়ী ঘের, পুকুর, ফসলের মাঠ পানির নিচে ডুবে যায়। গৃহহীন হয়ে পড়ে বহু মানুষ।

 

রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি