মাদক মুক্ত বাংলাদেশ গড়তে যানবাহনে জনসচেতনতামুলক স্টিকার
“মাদক মুক্ত হবে বাংলাদেশ, মাদককে না বলুন।” এ শ্লোগান নিয়ে শুক্রবার বিকাল ৫টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদর বাসস্ট্যান্ডে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে বাস, ট্রাক, মোটরসাইকেল, মাইক্রো, পিকআপ সহ অন্যান্য যানবাহনে গণসচেতনতামুলক স্টিকার লাগালেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।
জনসচেতনতামুলক স্টিকার লাগানো কালীন বাসস্ট্যান্ডে অনির্ধারিত জনসভায় তিনি বলেন মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু।তিনি সকলকে সম্মিলিতভাবে মাদক সেবন কারী, মাদক ব্যবসায়ীদের প্রতিহত করার ও যুব সমাজকে মাদকের বিরুদ্ধে সচেতন করে তোলার আহব্বান জানান।
জনসচেতনতামুলক স্টিকার লাগানোর সময়ে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী একরামুল হক লায়েছ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি