ফরিদপুর সংঘবদ্ধ নারী পাঁচার চক্রের ৮ সদস্য আটক
ফরিদপুর র্যাব-০৮, সিপিসি-০২ ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে শুক্রবার সকাল ৫টা হতে সকাল ০৭.৩০ পর্যন্ত সময়ে ফরিদপুর জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ নারী পাচার চক্রের ৮ সদস্যকে আটক করে।
শুক্রবার দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়। আটককৃতরা হলো ফরিদপুরের কোতয়ালী থানার কাপুরা গ্রামের মোশারফ শেখের ছেলে লিটন শেখ (৩০) ও একই গ্রামের শেখ আলাউদ্দিনের ছেলে শেখ আফজাল (৩৫), হারুন মোল্লার স্ত্রী নাসিমা বেগম ওরফে কমলা (৫০), শেখ সৈজদ্দিনের ছেলে শেখ আলাউদ্দিন(৬০), অন্যদিকে পাঁশের ফতেহপুর গ্রামের মোস্তাক আহমেদের স্ত্রী শারমিন বেগম ওরফে লিপি (৩৩) ও একই গ্রামের মোমিন খাঁনের ছেলে মোস্তাক খাঁন (৪০),বাখুন্ডা গ্রামের হারুন বিশ্বাসের ছেলে নাইমুজ্জামান রাজু (১৯)।
ঘটনার বিবরণে জানা যায় যে, আনুমানিক ৫/৬ মাস পূর্বে ফরিদপুর কোতয়ালী থানাধীন বাখুন্ডা এলাকার জনৈক এসএসসি পরীক্ষার্থী ০১ কিশোরী ভিকটিমকে প্রতারণামূলকভাবে গৃহ বন্দী করে নগ্ন ছবি ধারন পূর্বক তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে উল্লেখিত অভিযুক্তগণ পরস্পর যোগসাজশে উক্ত কিশোরীকে ঢাকার রায়েরবাগে ১টি ফ্লাট বাড়ীতে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসায় বাধ্য করে। পরবর্তীতে ভূয়া নাম ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট তৈরি পূর্বক এ কিশোরীকে বিদেশে পাচারের চেষ্টা করে।
র্যাব জানায়, আনুমানিক ০১ মাস পূর্বে উক্ত কিশোরী ভিকটিম কৌশলে রায়েরবাগের উক্ত ফ্ল্যাট থেকে পাঁলিয়ে বাখুন্ডায় নিজ বাড়ীতে এসে তার বাবা-মাকে বিষয়টি অবহিত করে। পাচারের হাত থেকে কৌশলে পালিয়ে আসা কিশোরী ও তার মা র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের নিকট আইনগত সহযোগিতা কামনা করলে র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃতে অদ্য ২৫ মে ২০১৮ইং তারিখ শুক্রবার সকাল ৫ টা হতে সকাল হতে ০৭.৩০ পর্যন্ত সময়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাখুন্ডা ও শিবরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ ঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ নারী পাচার চক্রের ০৮ সদস্যকে আটক করা হয়। এ সংক্রান্তে উক্ত কিশোরীর মা বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় ০১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি