ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৬
ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৬ আসামিকে গ্রেপ্তার করেছে থানা ও ডিবি পুলিশ। এসময় ৪২২ ইয়াবাও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জেলার ৯ উপজেলার অভিযানে আটককৃতদের মধ্যে ১০ জন মাদক বিক্রেতা, ১৩মাদকসেবী, মামলার পলাতক ১২আসামি, জিআর ওয়ারেন্টভূক্ত পলাতক ২২আসামি, সিআর ওয়ারেন্টভূক্ত ১৪পলাতক আসামি ও সাজাপ্রাপ্ত ৫আসামি রয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার জাকির হোসেন খান সাংবাদিকদের জানান, ৯টি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলার ৭৬ আসামিকে গ্রেপ্তার করেছে থানা ও ডিবি পুলিশ। এসময় ৪২২ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শুক্রবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি