ফরিদপুরে জাতীয় কবি নজরুলের ১১৯তম জন্মবার্ষিকী পালিত

ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার আলোচনা সভা, গান ও আবৃত্তির মাধ্যমে এ জন্মবার্ষিকী পালন করা হয়।

সকালে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নিজস্ব মিলনায়তনে সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক রেজভী জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, সিরাজ-ই-কবীর খোকন, আসমা আক্তার মুক্তা, শওকত আলী জাহিদ প্রমুখ।

পরে বাচিক শিল্পীরা নজরুলের লেখা কবিতা আবৃত্তি ও কণ্ঠশিল্পীরা গান পরিবেশন করেন।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি