ফরিদপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়া, অসুস্থ ৬৫
ফরিদপুরে গত কয়েকদিনে আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ১২ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে ৬৫ জন। ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় রোগীদের রাখা হচ্ছে মেঝে ও বারান্দাসহ বিভিন্ন ওয়ার্ডে।
চিকিৎসকরা বলছেন, রোগীদের বেশীরভাগই তৈলাক্ত ও ভেজাল খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত ১২ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫জন রোগী। তাদের মধ্যে রয়েছে নারী ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। আর গত এক সপ্তাহে ওই হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছে ৩০৬জন ডায়রিয়া রোগী। যা স্বাভাবিকের তুলনায় প্রায় তিনগুণ।
এ ছাড়া ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশুহাসপাতাল, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্রতিদিনই চিকিৎসা নিতে আসছে অনেক রোগী।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. ঊষারঞ্জন চক্রবর্তী জানান, দীর্ঘ সময় রোজার রাখার পর ভেজাল খাবার খাওয়ায় এ অবস্থা হয়েছে। গড়ে প্রতিদিন যেখানে ফরিদপুর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ২০ জন চিকিৎসা নেয়, সেখানে হঠাৎ করে রোজার শুরুর থেকেই রোগীর সংখ্য কয়েকগুণ বেড়ে গেছে।
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি