নলছিটিতে গাঁজাসহ ৪ মাদকসেবী আটক
ঝালকাঠির নলছিটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ ৪ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে তাদেরকে উপজেলার কাঠিপাড়া বেরিবাঁধ এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নলছিটির ফেরিঘাট এলাকার লিটন হাওলাদারের ছেলে রাকিবুল ইসলাম রাব্বি (২৪), খাসমহল এলাকার মনু হাওলাদারের ছেলে ফাহিম হাওলাদার (১৯), মজিদ সর্দারের ছেলে অনিক সর্দার (২৪) ও কাঠিপাড়া এলাকার সেলিম ফকিরের ছেলে সৌরভ ফকির (২৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এসআই আশ্রাফুল ইসলাম, এএসআই মারুফ আহম্মেদ ও এএসআই কুহিন আহম্মেদ শিপনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মগড় ইউনিয়নের কাঠিপাড়া বেরিবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ওই চারজন মাদকসেবীকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নলছিটি থানার এসআই আশ্রাফুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৪০ গ্রাম গাঁজাসহ ওই চারজন আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’ উপজেলা পরিষণদ চেয়ারম্যান সুলতান হোসেন খান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফুন্নেছা খানম।
মোঃ আল-আমিন, ঝালকাঠি প্রতিনিধি