বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে লড়ছেন নাসিমা
আসন্ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে যুগ্ম-মহাসচিব পদে প্রার্থী হয়েছেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি, গাঙচিল সাংবাদিক ফোরামের সভাপতি, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি, অভিজ্ঞ সংগঠক, কর্মঠ নেত্রী, নাসিমা আক্তার সোমা।
আগামী ৬ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচন। এ নির্বাচনে যুগ্ম-মহাসচিব পদে লড়ছেন দেশের অন্যতম বহুল প্রচারিত ডেইলী অবজারভার পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ও নারী অগ্রাধিকার এবং গণমাধ্যমের অন্যতম উজ্জ্বল নক্ষত্র নাসিমা আক্তার সোমা।
এ ছাড়াও বাংলাদেশের সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে তিনিই প্রথম নারী সভাপতি। তিনি মিডিয়াসহ দেশের সকল শ্রেণী-পেশার মানুষদের কাছে দোয়া চেয়েছেন ।
তানজীন মাহমুদ তনু, নিজস্ব প্রতিনিধি