চাঁপাইনবাবঞ্জে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি-রশিকনগর এলাকা থেকে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার বহলাবাড়ি-রশিকনগর এলাকা থেকে ওই স্কুল ছাত্রীর মরদেহ করে।

নিহত স্কুল ছাত্রী শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি-রশিকনগর গ্রামের প্রবাসী কবির হোসেনের মেয়ে ও পার ঘোড়াপাখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী মোসা. শ্যামলী খাতুন।

পরিবারিক ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রবিবার রাতে খাওয়া শেষে  শ্যামলী খাতুন, তার মা আলিয়া বেগম, বোন চম্পা খাতুন রাতে খাওয়া শেষে তিন জনই একই ঘরে শুয়ে ছিল। সেহরীর সময় প্রতিবেশীরা ডাকাডাকি করলেও কোন সাড়া শব্দ না পেয়ে তাদের বাড়ির সামনে গিয়ে বাহির থেকে দরজা বন্ধ দেখে দরজা খুলে তারা ভিতর প্রবেশ করলেই ঘটনা জানাজানি হয়। পরে থানায় সংবাদ দেয়।

তার মা আলিয়া বেগম ও বোন চম্পা খাতুন জানান, রাতে খাওয়া শেষে একই ঘরে তিন জন শুয়ে ছিলাম। পরে কি হয়েছে তা আমরা জানি না। গ্রামে কারো সাথে কোন শত্রুতা ছিল না। আলিয়ারা বেগমের স্বামী কবির উদ্দিন দুবাইতে থাকেন এবং ছেলে জেলার বাহিরে থাকেন।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম জানান, উপজেলার বহলাবাড়ি-রশিকনগর এলাকা থেকে ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে ঘটনাস্থল থেকে গলায় ওড়না পেঁচানো শ্যামলী খাতুনের লাশ উদ্ধার করা হয়।

তবে, এটা হত্যা না আত্মহত্যা তা এখনো বলা যাচ্ছে না। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি এটি হত্যা হতে পারে। এই হত্যাকান্ডে সূত্র ধরেই আমরা তদন্ত করছি। ময়না তদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত দোষীকে সনাক্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।