কিশোরগঞ্জে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

জেলার সদর উপজেলার নগুয়া বটতলা মোড় থেকে দুই কেজি গাঁজাসহ সাজেদা বেগম (৩৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া বটতলা মোড়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

জানা গেছে, আটক হওয়া নারী মাদক ব্যবসায়ী সাজেদা বেগম হবিগঞ্জ জেলার লাখাই থানার পূর্ব সিংগার ইউনিয়নের বোল্লা বাজার গ্রামের মৃত তাজুল ইসলাম ওরফে আলমগীরের স্ত্রী ।

গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পরিদর্শক মোহাম্মদ আহসান হাবীব জানান, এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশ এর মিডিয়া সেল সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

এস কে রাসেল, কিশোরগঞ্জ প্রতিনিধি