শ্যামনগরে উপজেলা আওয়ামীলীগ নেতাকে ফোনে চাঁদার দাবী

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বুড়িগোয়ালিনী ইউপি আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান অসীম কুমার জোয়ারদারকে রবিবার শ্যামনগর থানার দারোগা পরিচয়ে অজ্ঞাতনামা ব্যক্তি বাবার অসুস্থতার কথা বলে মোবাইল ফোনে পাঁচ হাজার টাকার দাবী করেন। এ ব্যাপারে অসীম কুমার জোয়ারদ্দার শ্যামনগর থানায় সাধারণ ডাইরি করেছেন।

অসীম কুমার জোয়াদ্দারের লিখিত অভিযোগে প্রকাশ দুপুর ১২টা ০৫মিনিটে শ্যামনগর থানার দারগা পরিচয় দিয়ে ০১৭০০-৮০৫৩১০ নং মোবাইল থেকে অসীম কুমার জোয়ারদ্দারের মোবাইলে ফোন করে বলেন আব্বা অসুস্থ টাকার প্রয়োজন এক্ষুনি ০১৭১৪-৪৭৩২৫৫ মোবাইল বিকাশ নম্বরে দ্রুত পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেন। সন্ধ্যায় ইফতারের পরে বাড়ীতে যেয়ে টাকা পেীঁছে দিব। তিনি আবারও ২০/২৫ মিনিট পরে টাকা পাঠানো হয়েছে কিনা জানতে চান। এ অবস্থায় তিনি টাকা দিতে অস্বীকার করায় বিকাশ নম্বর থেকে তাকে খারাপ ভাষায় কুটুক্তি ও হুমকি ধামকি দিয়ে কথা বলেন। এ বিষয়ে শ্যামনগর থানাকে অবহিত করলে থানার এস আই ইমদাদ বলেন উক্ত কোন ফোন নম্বর শ্যামনগর থানার কোন অফিসারের নয়।

অসীম কুমার জোয়ারদ্দার এ ঘটনায় শ্যামনগর থানায় একটি জিডি করেছেন যার নম্বর ৯০০।তাং-২০মে ২০১৮।

রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি