বান্দরবানে পাহাড় কাটতে গিয়ে ৪ শ্রমিকের মৃত্যু

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড় কাটতে গিয়ে নারীসহ চার শ্রমিক নিহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মনজয় পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনজয় পাড়ার মোহাম্মদ সুলতানের ছেলে আবু আহমেদ (৩০), শাহ আলমের ছেলে মো. জসিম (২৫), মৃত: আবদুস শুক্কুরের ছেলে নুরুল হাকিম (২৫) ও সোনা মেহের (৩৫)। এ সময় মোহাম্মদ বেলালের ছেলে নুর মোহাম্মদকে (২৭) জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের মেম্বার ক্যম্রাউ মারমা জানান, সকাল থেকে পাহাড়ে ব্যক্তি মালিকানা একটি ড্রেনেজের কাজ করছিলেন পাঁচ শ্রমিক। হালকা বৃষ্টির মধ্যে দুপুরে হঠাৎ পাহাড় ধ্বসে পড়লে সবাই মাটিচাপা পড়েন। তাৎক্ষণিকভাবে নূর মোহাম্মদকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও ঘটনাস্থলে বাকীরা মারা যান।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে লাশগুলো ২০ থেকে ৩০ ফুট মাটির নিচে চাপা পড়ে আছে বলে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি