দিনাজপুরে ট্রেনের টিকিট কালোবাজারি আটক, জেল ও জরিমানা

দিনাজপুরে ট্রেনের টিকিট ব্লাকে বিক্রি করতে গিয়ে একজন টিকিট আলোবাজারি গ্রেফতারের পর জেল ও জরিমানা। আজ ২০ মে রোববার দিনাজপুরে রেলের টিকিট কালো বাজারি করার অপরাধে ষ্টেশনের সামনের দুটি দোকানে সীলগালা ও ১ জনের ৬ মাসের জেল প্রদান করে ভ্রাম্যমান আদালত।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান রোববার বেলা ১২টায় নিজেই দোকনটিতে গিয়ে দোকানের মালিক সালাম সরকারের নিকট একটি ট্রেনের টিকিট ক্রয় করে। এ সময় দোকান মালিক অনলাইনে ক্রয়কৃত রেলের টিকিটের ৮৯২ টাকা প্রকৃত মূল্যের যায়গায় অতিরিক্ত ২শ টাকা মূল্যে বেশি রেখে ১১শ টাকায় বিক্রি করে। টিকিট কালোবাজারি সালাম সরকারকে ৬ মাসের বিনাশ্রম জেল, ২০ হাজার টাকা নগত অর্থ জরিমানা অনাদ্বায়ে আরো ১ মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আফতাবুজ্জামান আল ইমরান।

ভ্রাম্যমান আদালত পরে দিনাজপুর রেল ষ্টেশন প্লাটফর্মে আরো ১টি দোকানে সীলগালা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ সালের ৪০ ধারায় সালাম সরকারকে উক্ত সাজা প্রদান করা হয়েছে। সালাম সরকার সদরের ষষ্টিতালার মনির সরকারের পুত্র।

উল্লেখ্য যে, সালাম সরকারকে ইতি পূর্বে গত ২৮ ফেব্রুয়ারি একই অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান ৩ দিনের জেল প্রদান করেন।

 

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি