কিশোরগঞ্জে চোরাই মালামালসহ ৭ ছিনতাইকারী গ্রেফতার

জেলার ভৈরব উপজেলায় চোরাই মালামালসহ ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতব্যাপী অভিযান চালিয়ে এসব ছিনতাইকারীকে আটক কওে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত হলো, পৌর এলাকার ভৈরবপুর গ্রামের অপু মিয়া (২৯), কমলপুর এলাকার জোবাইয়ের (৩০), একই এলাকার হোসেন মিয়া, ঘোড়াকান্দার লিপন মিয়া (২০), পঞ্চবটির শিমুল (২০), একই এলাকার নাঈম মিয়া (২০) নিউটাউন এলাকার রুবেল মিয়া (৪২) ও পলতাকান্দির ভবন মিয়া (৪২)।

গ্রেফতার ছিনতাইকারীদের কাছ থেকে চোরাই মোবাইল, লাইট, চশমাসহ নগদ টাকা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। ভৈরব শহরের রেলওয়ে স্টেশন, ফেরিঘাট, ভৈরব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৪ সূত্রে জানা গেছে, এসব ছিনতাইকারী দীর্ঘদিন ধরে ভৈরব শহরে ডাকাতি, ছিনতাই, চুরি, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ করে আসছে। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রোববার বিকেলে ভৈরব থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব-১৪।

এস কে রাসেল, কিশোরগঞ্জ প্রতিনিধি