বান্দরবানে বজ্রপাতে ২ বোনের মৃত্যু

বান্দরবানে বজ্রপাতে ২ বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার রাজবিলার ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কৌশল দেবী তঞ্চঙ্গ্যা- ২৫, সুজনা তঞ্চঙ্গ্যা- ১৫।

রাজবিলা ইউনয়নের সচিব উশৈমং জানান, শুক্রবার সন্ধ্যায় বৃষ্টির সময় দুই বোন গোসল করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে ২ বোনের মৃত্যু হয়। তাদের একজন আনন্দ লাল তঞ্চঙ্গ্যার স্ত্রী কৌশল দেবী তঞঙ্গ্যা ৬ মাসের অন্ত:সত্ত্বা ও সুজনা দেবী তঞ্চঙ্গ্যা ৯ম শ্রেনী ছাত্রী।

তারা রাজবিলা ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়া, ৪নং ওয়ার্ডের রমনি তঞ্চঙ্গ্যার মেয়ে বলে জানান।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি