দিনাজপুর বড়পুকুরিয়ায় চলছে খনির আন্দোলন
১৩ দফা দাবিতে দিনাজপুর বড়পুকুরিয়ার কয়লা খনির শ্রমিক ও ক্ষতিগ্রস্থ এলাকাবাসী আজ ৫দিন মত আন্দোলন অব্যাহত হয়েছে। শ্রমিকরা তাদের কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। অপরদিকে কয়লা খনির কর্তৃপক্ষ শ্রমিকদের দাবীকে অযৌক্তিক বলে দাবি করে একটি সংবাদ সম্মেলন করেন। আজ ১৭ মে বৃহস্পতিবার দুপুরে কয়লা খনির মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে খনি কর্তৃপক্ষ এই সংবাদ সম্মেলন করেন।
এসময় সাংবাদিকদের উদ্যেশ্যে বড়পুকুরিয়ার কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহম্মদ বলেন কিছু মুষ্টিময় শ্রমিক ও বহিরাগতদের সাথে নিয়ে এই আন্দোলন করা হচ্ছে। বেশিরভাগ শ্রমিক কাজে যোগ দিতে আগ্রহী। একটি সুষ্ঠ আলোচনার মাধ্যমে এটা সমাধান করা সম্ভব। তিনি আরো বলেন, গত ৫দিন ধরে খনিতে থাকা কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। গত ১৫ মে কর্মচারী ও কর্মকর্তা প্রবেশ করতে চাইলে আন্দোলনকারী শ্রমিকরা বাধা দেয় এবং তাদের মেরে আহত করে।
এদিকে শ্রমিক নেতারা জানায়, ১৩ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা বিক্ষোভসহ অবস্থান কর্মসূচী চালিয়ে যাবে তারা। তবে গত ১৫ মে তারিখের ঘটনায় শ্রমিকরা কর্মকর্তাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে। তারা বলে কর্মকর্তারা তাদের মেরে জখম করে।
উল্লেখ্য যে, বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক বরাবর গত ২৬ এপ্রিল তারিখে ১৩ দফা দাবি প্রদান করা হয়। ১২ মে পর্যন্ত দাবি মানার শেষ দিন থাকলেও কর্তৃপক্ষের সারা না পেয়ে নির্ধারিত সময় অনুযায়ী ১৩ মে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিসহ অবস্থান নিয়েছে শ্রমিকেরা। ১৫মে মঙ্গলবার ১৩দফা দাবী আদায়ের লক্ষ্যে পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির গেটে ৩য় দিনে মত শ্রমিকরা কর্মবিরতি ও অবস্থান নেয়।
এসময় সকাল ৯টায় কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করা নিয়ে কথা কাটাকাটির এক সময় সংঘর্ষে জড়িয়ে পরে। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে পুলিশসহ দুই পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়। পরে পার্বতীপুর থানায় ৩৫ জন শ্রমিককে আসামী করে ২টি মামলা করে খনি কর্তৃপক্ষ।
সাপ্তাহিক ছুটিসহ বিভিন্ন উৎসবের ছুটিতে কাজ করলে প্রাপ্য মুজুরি প্রদান, কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে একই সার্কুলারে কর্মচারী নিয়োগসহ আউট সোর্সিং শ্রমিকদের স্থায়ী নিয়োগ, প্রফিট ও অন্যান্য বোনাসসহ বৈশাখী ভাতা প্রদান, নিয়মানুযায়ী অভার টাইমের টাকা প্রদান, সকল আন্ডার গ্রাউন্ড শ্রমিকদের ৬ঘন্টা ডিউটিসহ ১৩ দফা দাবিতে শ্রমিকরা খনি কর্তৃপক্ষকে লিখিত ভাবে প্রদান করেন।
ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি