কুড়িগ্রামে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৬ মে) নাগেশ্বরী উপজেলার সীমান্তবর্তী এলাকা দুধকুমার নদের কোলঘেষা কেদার ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কেদার ইউনিয়নের সাতানা গ্রামের জহুরুল হকের সাথে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী কচাকাটা ইউনিয়নের বড়ছড়ার পাড় গ্রামের মৃত মজি উদ্দিনের ছেলে সহিদুলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দুইমাস আগে জহুরুল হক বিরোধপূর্ণ ওই জমিতে ঘর-বাড়ি উঠিয়ে বসবাস শুরু করেন। গত মঙ্গলবার গভীর রাতে প্রতিপক্ষ সহিদুল ও তার লোকজন ওই বাড়িতে অগ্নিসংযোগ করলে তা সম্পূর্ণ পুড়ে যায়।
পরে, বুধবার দুপুরে জহুরুল হক ও তার পরিবারের সদস্যরা পুনরায় ওই জমিতে ঘর উঠাতে গেলে সহিদুলের লোকজন লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে আহত হয় আব্দুল করিমের স্ত্রী সহিদা বেগম (৩০), খলিলের স্ত্রী সুফিয়া বেগম (৩৫), হবিউল্ল্যার ছেলে জহুরুল হক (৫০), তার স্ত্রী মরিয়ম বেগম (৪০)। তাদের চিৎকার চেঁচামেচিতে অন্যান্যদের সাথে একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে দিনমজুর ছবদের আলী (৪৫) ঘটনাস্থলে গেলে সহিদুলের লোকজন তাকেও মারপিট করে। আক্রমনকারীদের লাঠির আঘাতে মাথা ফেটে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। পরে এলাকাবাসী তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে সহিদা বেগম ও ছবদের আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যায় সহিদা বেগম ও রাতে ছবদের আলী মারা যায়।
এ ঘটনায় নিহত সহিদার ভাতিজা আশরাফ আলী বাদী হয়ে বুধবার রাতেই ১৮ জনকে আসামি করে কচাকাটা থানায় একটি মামলা করেন।
বৃহস্পতিবার (১৭ মে) কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক খলিল টেলিফোনে ঘটিনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি