‘বাংলাদেশে অনলাইন পত্রিকার সংখ্যা ২১শ ছাড়িয়ে গেছে’

আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে বর্তমানে অনলাইন পত্রিকার সংখ্যা ২১শ ছাড়িয়ে গেছে।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যে গৌরব অর্জন করেছি তা অভূতপূর্ব। সরকার ২৮টি এফএম বেতারকে দেশব্যাপী সম্প্রচার, ৩২টি কমিউনিটি বেতারকে অনুমোদন দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে কণ্ঠ দিয়েছে।

বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ টিভি ও বিটিভি চট্টগ্রাম এই সরকারি ৪টি টেলিভিশন ছাড়া বেসরকারি খাতে মোট ৪৪টি টেলিভিশনকে সম্প্রচারের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার বিশ্বাস করে যে গণমাধ্যম ছাড়া গণতন্ত্র সম্ভব নয়।