‘রবিনহুড দ্য অ্যানিমাল রেসকিউয়ার’ আয়োজিত মতবিনিময় সভা

মঙ্গ‌লবার ৮ মে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি সভাকক্ষে ‘বেওয়ারিশ আহত কুকুর-বিড়ালের অধিকার, চিকিৎসা ও আশ্রয়’ প্রসঙ্গে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিনহুড দ্য অ্যানিমাল রেসকিউয়ার’। এই স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চলচিত্র নায়িকা জয়া আহসান।

‘সৃষ্টির সেরা জীব হিসেবে পশু-পাখির প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। নানা কারণে আমরা সে দায়িত্ব পালন করতে পারি না। কিন্তু দীর্ঘদিন ধরে সে দায়িত্ব পালন করে আসছেন মডেল আফজাল খান। অসুস্থ, আহত বা অবহেলা-অনাদরে থাকা কুকুর-বিড়ালকে খুঁজে এনে তিনি আশ্রয় দেন; তাদের সেবা করেন। আমরা পর্দার হিরো, কিন্তু আফজাল খান রিয়েল হিরো।’ ‘রবিনহুড দ্য অ্যানিমাল রেসকিউয়ার’-এর উদ্যোক্তা আফজাল খান সম্পর্কে এসব কথা বলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

জয়া আহসান আরও বলেন, ‘আফজাল খান এতদিন ধরে যা করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। আমাদেরও উচিত তাকে সহযোগিতা করা। আমি আমার অবস্থান থেকে তার সঙ্গে থাকার চেষ্টা করবো।’

‘রবিনহুড দ্য অ্যানিমাল রেসকিউয়ার’ পশু-পাখির নতুন আশ্রয় 1

আফজাল খান বলেন, ‘অবহেলা-অনাদরে থাকা কুকুর-বিড়ালের প্রতি আমার মায়া কাজ করে। যখনই জানতে পারি কোথাও কোনও কুকুর-বিড়াল অসুস্থ আছে, কেউ মেরে আহত করেছে, আমি সঙ্গে সঙ্গে সেই পশুকে উদ্ধার করে চিকিৎসা ও সেবার মাধ্যমে সুস্থ করে তুলে নিজের কাছে রেখে দিই। দীর্ঘদিন ধরে কাজটি করে যাচ্ছি একা। বর্তমানে আমার বাড়িতে ৪৫টি কুকুর-বিড়াল রয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা ও খাওয়ানোর খরচ জোগানো খুব কষ্টকর হয়ে পড়ছে। ফলে এমন সব কুকুর-বিড়ালের জন্য সরকারের কাছে একটি আশ্রয়কেন্দ্র এবং চিকিৎসাকেন্দ্রের সহযোগিতা চাইছি।’

আফজাল খান আরও বলেন, ‘আমার বাড়িতে এতগুলো কুকুর-বিড়াল থাকার জন্য পর্যাপ্ত জায়গা নেই। এছাড়া তাদের খাবার ও চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, যা আমার একার পক্ষে জোগানো কষ্টকর।’

তিনি বলেন, আমার সংগঠন ‘রবিনহুড দ্য অ্যানিমাল রেসকিউয়ার’-এর পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে একটি করে স্বেচ্ছাসেবী দল গঠন করে দিতে চাই, যে দলগুলো বেওয়ারিশ কুকুর-বিড়ালের খাবার সংগ্রহ, তাদের উদ্ধার, চিকিৎসা সহায়তা দেবে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে তরুণদের সম্পৃক্ত করার ইচ্ছা রয়েছে। এছাড়া, নিরাপত্তা ও সুষ্ঠুভাবে কুকুর-বিড়ালের বাঁচার অধিকার প্রতিষ্ঠায় সরকারের সহায়তা চাই। ব্যক্তি উদ্যোগে আমি দুর্যোগ ব্যবস্থাপনাকেন্দ্র গড়ে তুলেছি, কিন্তু সেটাও পর্যাপ্ত নয়। সরকারের সহযোগিতা পেলে এই প্রাণিদের জন্য একটি আশ্রম ও চিকিৎসাকেন্দ্র করার পরিকল্পনা রয়েছে আমাদের।’

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস এসোসিয়েশন ( ক্রেব ) এর অফিস সেক্রেটারি রুদ্র রাসেল।