শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে বাঘ বিধবা নারীদের অর্থ সহায়তা

সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমাতে এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্ঠিতে বেসরকারী সংগঠন লির্ডাসের আয়োজনে মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরার বাঘ বিধবা নারী ও নারী প্রধান পরিবারদের অর্থ সহায়তা প্রদান করা হয়।

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন জীবিকা নিরাপত্তা শক্তিশালী করণ প্রকল্পের আওতায় গাবুরার ইউপি ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিটির কার্যালয়ে রেজিলিয়েন্ট কমিটির সভাপতি টি এম মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ অর্থ প্রদান করেন গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য ও মুক্তিযোদ্ধা মীর আঃ রাজ্জাক, ইউপি সদস্য রেক্সোনা বেগম, লির্ডাসের প্রকল্প সমন্বয়কারী রনজিৎ মন্ডল, ফিন্যান্স ম্যানেজার হারুনর রশিদ, ফিল্ড ফ্যাসিলেটর শিউলি রানী, দিপ্তী রানী, আবুল হাসান, ফারজানা প্রমুখ। অনুষ্ঠানে ২৭টি পরিবারের মধ্যে পরিবার পিছু পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।

উল্লেখ্য যে,  উপজেলার গাবুরা ইউনিয়নের নারী পুরুষ অধিকাংশ সুন্দরবনের নদ-নদীতে মাছ ধরা, কাঁকড়া ধরা, মধু কাটা বা অন্যান্য পেশার সাথে যুক্ত। ফলে বিগত কয়েক বছর পূর্বে সুন্দরবনের বাঘ আক্রমণে সুন্দরবন নির্ভরশীল অনেক মানুষ বাঘের আক্রমণে মারা যান।

রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি