ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ডজন সৌদি সেনা হতাহত

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের কয়েক ডজন সেনা হতাহত হয়েছে। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েমেনি সেনাদের ক্ষেপণাস্ত্র ইউনিট দেশের তায়িজ প্রদেশের মাওয়াজ এলাকায় সৌদি অবস্থানে কাহের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ক্ষেপণাস্ত্রের আঘাতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে বলে আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে।

এদিকে, ইয়েমেনের সেনা ও জনপ্রিয় যোদ্ধারা সৌদি আরবের জিজান প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে জিলজাল-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। তবে এ হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব কয়েকটি আরব মিত্রকে নিয়ে দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনে ইয়েমেন অনেকটা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এবং ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে যেসব লক্ষ্য নিয়ে সৌদি আরব এ আগ্রাসন চালাচ্ছে তার একটিও অর্জন করতে সক্ষম হয় নি।