ওআইসি’র ৪৫তম সম্মেলন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)র পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম শীর্ষ সম্মেলন। সম্মেলনে ওআইসি’র ৫৬টি সদস্য দেশ, কানাডাসহ ৫৭টি দেশ অংশগ্রহণ করেছে।

ওআইসি’র ৪৫তম সম্মেলন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওআইসি’র ৪৫তম সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। পেছনে দেখা যাচ্ছে আইভরি কোস্টের পররাষ্ট্রমন্ত্রী মার্কেল আমোন তানোহ।

ওআইসি’র ৪৫তম সম্মেলনে বক্তব্য রাখছেন সংগঠনটির চেয়ারম্যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র কা’বা ঘরের গিলাফের ছবি উপহার দেন ওআইসি’র সেক্রেটারি জেনারেল ড. ইউসেফ এ আল-থাইমিন। সম্মেলনে বক্তব্য রাখছেন ওআইসি’র সেক্রেটারি জেনারেল ড. ইউসেফ এ আল-থাইমিন।

ওআইসি’র ৪৫তম সম্মেলন উপলক্ষে স্মারক ডাকটিকেট উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার। ওআইসি’র ৪৫তম সম্মেলনে বক্তব্য রাখছেন আফ্রিকা গ্রুপের চেয়ারম্যান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিসটিয়া ফ্রিল্যান্ড।

ওআইসি’র ৪৫তম সম্মেলনে বক্তব্য রাখছেন আইভরি কোস্টের পররাষ্ট্রমন্ত্রী মার্কেল আমোন তানোহ। এ সময় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, বাংলাদেশে অবস্থানরত কূটনৈতিকবৃন্দ ও দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ।