বান্দরবানে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

বান্দরবানে নানা আয়োজনে “শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’’ এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুফিদুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আসলাম হোসেন। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো: আলী হোসেন, বান্দরবান শৈলশোভা সড়ক শ্রমিক পরিবহন ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুসসহ বিভিন্ন স্তরের শ্রমজীবী শ্রমিকরা উপস্থিত ছিলেন।

বান্দরবানে নানা আয়োজনে মহান মে দিবস পালিত ৩

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শ্রমিক ও মালিক আমরা সবাই ভাই ভাই। আমাদের মধ্যে সকল বৈষম্য দুর করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করলে বাংলাদেশ এক দিন ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হবে।

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি।