সাকিবদের আচরণ নিয়ে কঠিন প্রশ্নের মুখে পাপন

সদ্য কলকাতায় অনুষ্ঠিত আইসিসির সভা থেকে ফিরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সভায় সাকিবদের আচরণ নিয়ে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে পাপনকে।

গত মার্চে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত নিদাহাস ট্রফির অঘোষিত সেমিফাইনালে পরিণত হওয়া শ্রীলংকা-বাংলাদেশ ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসান নো বল বিতর্কে ব্যাটসম্যানদের মাঠ ছেড়ে বেরিয়ে আসতে বলার মতো গুরুতর অপরাধ করেও অবশ্য সেই সময় সাকিবের শাস্তি হয়েছিল সামান্যই। তাঁর পাশাপাশি নুরুল হাসানের জরিমানা হয়েছিল ম্যাচ ফির মাত্র ২৫ শতাংশ এবং ১ ডিমেরিট পয়েন্ট।

সেই ঘটনার জের সদ্যসমাপ্ত আইসিসির সভায় টেনে আসা নাজমুল বলছিলেন, ‘এই সভায় দুটি বিষয় নিয়ে আলাপ-আলোচনা বেশি হয়েছে। এর মধ্যে একটি হলো খেলোয়াড়দের আচার-আচরণ। সব সময় বলে এসেছি, হার-জিত বড় নয়, ভালো খেলাটাই আসল।’ কিন্তু সেই চেতনা থেকে সরে গিয়ে এখন যা হচ্ছে, তা নিয়ে দুঃখও করলেন বিসিবি সভাপতি, ‘বাংলাদেশ যখন খেলা শুরু (আন্তর্জাতিক ক্রিকেট) করল, খেলাটা এমন ছিল যে ম্যাচের আগের দিন এক দল আরেক দলের সঙ্গে বসে গল্প করত। একটা সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসা ছিল। কিন্তু আস্তে আস্তে খেলাটা কেমন যেন হয়ে যাচ্ছে।’

 পেশাদারির দুনিয়া এই জায়গাটা খুলে খাচ্ছে বলেও মন্তব্য করলেন তিনি, ‘পেশাদারিত্ব যত বাড়ছে, ততই বাড়ছে প্রতিদ্বন্দ্বিতাও। আর প্রতিদ্বন্দ্বিতা যত বাড়ছে, ততই মনে হচ্ছে বন্ধুত্ব জিনিসটা হারিয়েই যাচ্ছে। জেতার জন্য এখন যা খুশি হচ্ছে। যেজন্য সম্প্রতি অনেক ঘটনা ঘটেছে ক্রিকেটে। আগে এতটা দেখা যায়নি।’

এখন দেখা যাচ্ছে। যাচ্ছে বলেই আইসিসিকে খেলোয়াড়দের আচরণবিধিতে আনতে হয়েছে সংশোধনী। যেটি কার্যকর করে সৌহার্দ্য-সম্প্রীতি ও ভালোবাসার জায়গায় ক্রিকেটকে ফিরিয়ে নেওয়ার কথাও বললেন নাজমুল, ‘এসব কারণেই একটা কোড অব কন্ডাক্ট হয়েছে, যেটি কার্যকরে প্রতিটা দেশের বোর্ডের সহায়তা নিয়ে আমরা আগের জায়গায় ফিরতে চাই। আমরা কেন খেলি? আমরা বন্ধুত্ব করতে চাই, সবাইকে সম্মান দেখাতে চাই।’