গৌতম গম্ভীরের পর বিনা পয়সায় আইপিএল খেলবেন মঈন!

দু’দিন আগে ব্যর্থতার দায়ভার নিয়ে দিল্লি ডেয়ারডেভিলসের নেতৃত্ব ছাড়েন গৌতম গম্ভীর। সেই সময় তিনি জানিয়েছিলেন শুধু নেতৃত্বই ছাড়ছেন না চলতি আইপিএল খেলার জন্য কোন টাকাও নিবেন না। এবার গম্ভীরের দেখানো পথেই কার্যত বিনা পয়সায় খেলার ইচ্ছেপ্রকাশ করেছেন  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইংলিশ ক্রিকেটার মঈন আলি।

জানুয়ারির নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১.৭ কোটি টাকায় ইংল্যান্ডের তারকা অলরাউন্ডারকে কিনেছিল। সিমিং পিচে নির্ভরযোগ্য ফিঙ্গার স্পিনার হিসেবে মঈনের জুড়ি মেলা ভার। তিনিই এবার বলে দিলেন, ‘‘দরকার হলে বিনা পয়সাতেই আইপিএল খেলতে চাই। আসলে এখানে অভিজ্ঞতার জন্য এসেছি। আরসিবি-তে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাকুলাম, কুইন্টন ডি’ককদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারব।’’

আইপিএল-এ এখনও মাঠে নামার সুযোগ হয়নি মঈনের। টিম সাউদির মতোই তিনি দ্বিতীয় বিদেশি যিনি আইপিএল-এর ডাগ আউটে বসেই গা ঘামাচ্ছেন। যাইহোক, আইপিএল-এর অভিজ্ঞতা সঞ্চয় করে মঈন জাতীয় দলের জার্সিতে তা কাজে লাগাতে চান।